৯৯৯ নম্বরে কলে চুরি যাওয়া তিন লাখ টাকা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৪০ পিএম, ২১ আগস্ট ২০২২

ভোলায় চুরি যাওয়া টাকা-মোবাইলসহ মো. শহীদ (৫৩) নামের একজনকে আটক করেছে পুলিশ। রোববার (২১ আগস্ট) দুপরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ফরহাদ সরদার।

তিনি জানান, শনিবার রাতে শহরের মোসলেউদ্দিন স্টোর নামের একটি প্রতিষ্ঠানে কেনাকাটার জন্য মো. খোকন নামের এক ব্যক্তি প্রবেশ করেন। তিনি সঙ্গে থাকা নগদ তিন লাখ ১৫ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি ঘড়িসহ শপিং ব্যাগ দোকানে রেখে মালামাল দেখছিলেন। ওই সময় মো. শহীন নামের অপর এক ব্যক্তি দোকানে গিয়ে ব্যাগটি কৌশলে নিয়ে পালিয়ে যায়। পরে রাত পৌনে ১২টার দিকে ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ দিলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে শনাক্ত করে অভিযানে যায় পুলিশ। পরে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মো. শহীদের বাড়িতে অভিযান চালিয়ে নগদ তিন লাখ ৫ হাজার ২০০ টাকাসহ তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে মোবাইল ও ঘড়ি উদ্ধার করা হয়।

জুয়েল সাহা বিকাশ/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।