টিসিবির পণ্য আত্মসাতের চেষ্টা, আটকে দিলো জনতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৯:০২ পিএম, ২১ আগস্ট ২০২২

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই মেম্বারের বিরুদ্ধে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) ৭৮ কেজি ডাল ও ৫০ কেজি চিনি আত্মসাতের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা সেই ডাল ও চিনি জব্দ করে দোষীদের বিচার দাবি করেন।

শনিবার (২০ আগস্ট) রাতে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের মাদরাসা বাজারে পণ্যগুলো জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পরে আউড়িয়া ইউনিয়নের টিসিবি ডিলার খান গোলাম মোস্তফার কাছ থেকে দোকানে বিক্রির জন্য এসব মালামাল নিয়ে যাচ্ছিলেন ৫ নং ওয়ার্ড সদস্য আব্বাস আলী ও ৬ নং ওয়ার্ড সদস্য মিজানুর রহমান। এসময় ভ্যান আটক করে পুলিশে খবর দিলে জব্দ করা মালামাল ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়।

এ বিষয়ে অভিযুক্ত মেম্বার আব্বাস আলী ও মিজানুর রহমান বলেন, বিক্রি শেষে এ মালামাল ফেরত যাচ্ছিল। আমরা জনগণের কাছে টিসিবির নির্ধারিত মূল্যে বিক্রির জন্য ডিলারের কাছ থেকে সেগুলো কিনে রেখে দিয়েছি।

টিসিবি ডিলার খান গোলাম মোস্তফা বলেন, এক ইউনিয়নের মাল অন্য যায়গায় বিক্রির বিধান না থাকায় আমি নির্ধারিত মূল্যে মেম্বারদের কাছে বিক্রি করেছি।

আউড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম পলাশ বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সবার বক্তব্য নিয়েছেন। তদন্তের পরে জানা যাবে কে দোষী। দোষ প্রমাণিত হলে তাদের শাস্তির ব্যবস্থা প্রশাসনই করবে।

নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস টিসিবি ওই মালামাল জব্দের ঘটনার তদন্ত করছেন। তাই তদন্তাধীন বিষয়ে তিনি কোনো কথা বলেননি। তিনি বলেন, দোষী সাব্যস্ত হলে জানানো হবে।

এর আগে শনিবার সারাদিন আউড়িয়া ইউনিয়নে কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রি হয়। সন্ধ্যায় বেচে যাওয়া পণ্য ডিলারের কাছ থেকে কিনে নেন অভিযুক্ত দুই ইউপি সদস্য। এ ঘটনাকে কেন্দ্র করে দোষীদের বিচারের দাবিতে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হাফিজুল নিলু/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।