ভোলায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৫:২৯ এএম, ২৩ আগস্ট ২০২২
আটক দাকাত দলের সদস্যরা

ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। এসময় পুলিশ ডাকাতদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র জব্দ করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের বাত্তির খাল এলাকায় ১০/১২ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় জেলেদের ট্রলারের মাছ ও জালসহ অন্যান্য সরঞ্জাম ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। ওই সময় জেলেরা ডাকচিৎকার করলে অন্যান্য জেলেরা ছুটি এসে ডাকাতদের চারদিকে ঘিরে ফেলেন। এ সময় ৬ ডাকাতকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, খবর পেয়ে ডাকাতদের অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আটকদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা বলে জানিয়েছেন তারা। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

জুয়েল সাহা বিকাশ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।