ছেড়াদ্বীপ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১০:৪০ এএম, ২৩ আগস্ট ২০২২

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ থেকে ৫১৮ বোতল বিদেশি মদ ও ৫৬৭ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্ট গার্ড সদস্যরা।

সোমবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে ছেড়াদ্বীপের দক্ষিণে জঙ্গলে অভিনব কায়দায় লুকানো এসব মাদক জব্দ করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে টেকনাফের সেন্টমার্টিন বঙ্গোপসাগর সংলগ্ন ছেড়াদ্বীপ এলাকায় মাদকের একটি বড় চালান লুকিয়ে রাখা হয়েছে। এ খবরে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা ছেড়াদ্বীপ এলাকায় বিশেষ অভিযান চালায়।

অভিযানে ছেড়াদ্বীপের দক্ষিণে জঙ্গলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২টি বস্তার সন্ধান পায় অভিযানকারীরা। বস্তাগুলো তল্লাশি করে ৫১৮ বোতল বিদেশি মদ (গ্রান্ড রয়েল) এবং ৫৬৭ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়।

তিনি আরো জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত বিদেশি মদ ও বিয়ার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।