নিখোঁজের ২০ ঘণ্টা পরে জেলের জালে মিললো পর্যটকের মরদেহ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ১২:২১ পিএম, ২৩ আগস্ট ২০২২

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজের ২০ ঘণ্টা পর জেলের জালে উঠে এসেছে সবুজ (২৮) নামে এক পর্যটকের মরদেহ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে ৪ কিলোমিটার পশ্চিমে মিরাবাড়ি সংলগ্ন সমুদ্রে মোশাররফ মাঝি নামে এক জেলের জালে ধরা পড়ে মরদেহটি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মরদেহটি তীরে নিয়ে আসেন জেলেরা।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ জাগো নিউজকে জানান, সোমবার এক পর্যটক নিখোঁজের ঘটনা ঘটে। পরে ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালায়। কিন্তু তাৎক্ষণিক তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে জেলেদের চোখে পড়লে আমরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করি। পরে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফায়ার সার্ভিস খেপুপাড়া স্টেশন অফিসার ইলিয়াস জাগো নিউজকে জানান, নিখোঁজের সঙ্গে সঙ্গে আমরা উদ্ধার অভিযান চালাই। কিন্তু আজ সকালে তীর থেকে আধা কিলোমিটার গভীরে জেলেদের জালে আটকে থাকলে আমরা মরদেহ উদ্ধার করে নিয়ে আসি।

সোমবার সৈকতে গোসল করতে নেমে সবুজ (২৮) নামে এক পর্যটক নিখোঁজ হন। সবুজ বগুড়ার শাহজাহানপুরের মৃত সেরাজুল হকের ছেলে। তিনি একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন।

আসাদুজ্জামান মিরাজ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।