সিরাজগঞ্জে অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৩:২০ পিএম, ২৩ আগস্ট ২০২২
ফাইল ছবি

সিরাজগঞ্জে চড়া দামের অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম। এর আগে গত ১২ আগস্ট পর্যন্ত খোলা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকাও ওপরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকা দরে। কাঁচা মরিচের আমদানি বাড়ায় বাজারে দাম কমেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে শহরের বড় বাজার ও তার আশপাশের কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত পরিমাণ কাঁচা মরিচ আমদানি রয়েছে। পাইকাররা খুচরা ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি কাঁচা মরিচ ৯০-১০০ টাকা দরে বিক্রি করছেন। সেই মরিচ খোলা বাজারে খুচরা ব্যবসায়ীরা সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করছেন ১১০-১২০ টাকা দরে।

হবিবর রহমান নামের একজন ক্রেতা জাগো নিউজকে, কিছুদিন আগেও কাঁচা মরিচের দাম খুব চড়া ছিল। ১০ দিন আগে যে কাঁচা মরিচ কিনেছিলাম ২২০ টাকা কেজি, আজ কিনলাম ১১০ টাকা দিয়ে।

রাজিব মাহমুদ নামের আরেক ক্রেতা বলেন, ‘কাঁচা মরিচের দাম অনেকটা কমেছে। তবে এরসঙ্গে যদি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমে যেতো তাহলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পেতো।’

কাঁচা মরিচের পাইকারি বিক্রেতা শাহাদাৎ হোসেন জাগো নিউজকে বলেন, ‘আমরা মোকাম থেকে ৮০-৯০ টাকা দরে পাইকারি কিনি। বর্তমানে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আমাদের গাড়ি ভাড়া বেশি দিতে হচ্ছে। আগে মোকাম থেকে যে গাড়ি ভাড়া লাগতো ১২-১৪ হাজার, এখন সেখানে দিতে হচ্ছে ১৮ হাজার টাকা। তাই পরিবহন খরচ যুক্ত করে করে কাঁচা মরিচ ৯০-১০০ টাকা কেজি দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছি।’

বর্তমানে ভারত থেকে প্রচুর কাঁচা মরিচ আমদানি হচ্ছে। এভাবে আমদানি থাকলে সামনে দিনগুলোতে দাম আরও কমতে পারে বলে জানান তিনি।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।