ভাইরাল ভিডিও দেখে হোটেলে অভিযান, জরিমানা ১০ হাজার
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিও দেখে একটি খাবার হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কের সলঙ্গা থানার রামারচর এলাকায় অবস্থিত রুপালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে এ জরিমানা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, যাত্রা বিরতিতে ওই হোটেলে খেতে যান রিফাত রাতুল নামের এক যুবক। তার কাছ থেকে খাবারের দাম বেশি রাখা হয়। এ নিয়ে ধারণ করা একটি ভিডিও ২০ আগস্ট ফেসবুকে পোস্ট করেন রিফাত। ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।

ভাইরাল হওয়া ভিডিও দেখে মঙ্গলবার হোটেলটিতে অভিযান চালান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় ভোক্তার সঙ্গে প্রতারণার দায়ে রুপালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি বলেন, হোটেলে এক যাত্রীর কাছ থেকে খাবারের অধিক মূল্য রাখার একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি নজরে এলে ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, ভিডিও ভাইরাল হওয়ার পর হোটেল কর্তৃপক্ষ অভিযুক্ত ওয়েটার ও ম্যানেজারকে চাকরিচ্যুত করে। ফলেই অভিযোগটি সত্য প্রমাণিত হয়েছে। তাই হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসজে/এএসএম