ভোলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে বিজিবি সদস্য নিহত
ভোলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. ইসমাইল হোসেন টিটু (৪০) নামের এক বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালকসহ আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত ৮ টার দিকে ভোলা-লক্ষ্মীপুর সড়কের ইলিশা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন টিটু ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুছাকান্দি গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে এবং খাগড়াছড়িতে বিজিবি সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের বড় ভাই মো. মহসিন বলেন, ‘ভাই ছুটিতে খাগড়াছড়ি থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে ভোলায় আসেন। ইলিশা জংশন থেকে সেসহ আরও চারজন অটোরিকশায় সদর উপজেরার উদ্দেশ্যে আসছিল। পথে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাই টিটু মারা যায়। আটোরিকশাচালক ও তিন যাত্রীও আহত হন।’
ভোলা মডেল থানার কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ট্রাকসহ সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
জুয়েল সাহা বিকাশ/এসজে/জেআইএম