প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা পেলেই কাজে যোগ দেবেন চা-শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:২০ পিএম, ২৪ আগস্ট ২০২২

মজুরি বাড়ানোর দাবিতে আজও আন্দোলনে রয়েছেন হবিগঞ্জের ২৪ বাগানের চা শ্রমিকরা। বুধবার (২৪ আগস্ট) সকাল থেকে কাজে যোগ না দিয়ে নিজ নিজ চা বাগানে বিক্ষোভ করেন তারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও বার্তা দিয়ে বললেই তারা কাজে যোগ দেবেন বলে জানান।

দাড়াগাঁও বাগান পঞ্চায়েত সভাপতি প্রেমলাল আহির বলেন, আমাদের শ্রীমঙ্গলে লেভার হাউজে ডাকা হয়েছিল। আমরা সেখানে জানিয়ে দিয়েছি, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে। তবে আমরা রাস্তা অবরোধ না করে নিজ নিজ বাগানে আন্দোলন করবো।

jagonews24

তিনি বলেন, আন্দোলন এখন আর নেতাদের হাতে নেই। এটির নিয়ন্ত্রণ নিয়েছেন সাধারণ শ্রমিকরা। প্রধানমন্ত্রী যেহেতু কোনো ভিডিও বার্তা দেননি আমরা মনে করছি তার নাম বিক্রি করে কেউ প্রতারণা করছেন। তিনি যদি নিজে আমাদের বলেন তাহলে ১২০ টাকা মজুরিতেই কাজে যোগ দেব।

jagonews24

এর আগে দৈনিক মজুরি ৩০০ টাকার দাবিতে ৯ আগস্ট থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি করেন শ্রমিকরা। এরপর ১৩ আগস্ট থেকে তারা পুর্ণদিবস কর্মবিরতি ও বিক্ষোভ করেন। এরমধ্যে কয়েক দফা বৈঠক হলেও তা সমাধান হয়নি। পরে ২০ আগস্ট বৈঠকে মজুরি ১৪৫ টাকা নির্ধারণ করা হলে সেটি প্রত্যাখ্যান কতরে আন্দোলনে নামেন শ্রমিকরা। পরে সোমবার কয়েক দফা বৈঠকের করে শ্রমিকদের একাংশ কাজে যোগদান করেন। কিন্তু মঙ্গলবার (২৩ আগস্ট) থেকে ফের তারা আন্দোলন শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে বলে তারা।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।