সিরাজগঞ্জে চেক জালিয়াতি মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে চেক জালিয়াতি মামলায় রফিকুল ইসলাম শান্ত নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) দেবব্রত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম শান্ত উপজেলার মাধাইনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি ভিকমপুর গ্রামের নইমুদ্দিন আকন্দের ছেলে।
পুলিশ জানায়, ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম শান্তর বিরুদ্ধে বগুড়ার একটি চেক জালিয়াতি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শান্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরএইচ/জিকেএস