চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশ সোর্স আটক


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

বন্দর নগরী চট্টগ্রামে ইয়াবাসহ পুলিশের এক সোর্সকে আটক করা হয়েছে। আটক সোর্সের নাম আবদুল মালেক প্রকাশ বার্মাইয়া মালেক (৪৫)। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক লোকাশীষ চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর সে পুলিশের সোর্স হিসেবে কাজ করে বলে জানায়। পুলিশের সোর্স পরিচয়ে দাপট দেখিয়ে মালেক বাকলিয়া থানার বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছিল। আটকের সময় তার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে মালেক মাদক বিক্রেতা মনসুর, বাহাদুর, রাণীসহ আরো কয়েকজনের বিষয়ে তথ্য দিয়েছে বলেও জানান তিনি।

জীবন মুছা/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।