গলাচিপায় বিএনপি অফিসে ছাত্রলীগের হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৬ আগস্ট ২০২২

পটুয়াখালীর গলাচিপা উপজেলা বিএনপি অফিসে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। তবে ছাত্রলীগ হামলার কথা অস্বীকার করেছে।

গলাচিপা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ শাহজাহান খান বলেন, ‘সন্ধ্যায়
আমিসহ উপজেলা বিএনপির নেতারা দলীয় অফিসে বসে ছিলাম। এসময় ছাত্রলীগের একটি মিছিল থেকে অতর্কিত হামলা চালায়। তারা অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে।’

তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরীফ আহমেদ আসিফ বলেন, ‘সেটা মূলত বিএনপির অফিস নয়। শাহজাহান খান লোকজন নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে সেখানে বসেছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাওয়ার সময় পেছন থেকে তারা উল্টো হামলা করে।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, ‘বিএনপি অফিসের সামনের কয়েকটি চেয়ার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে পদক্ষেপ নেওয়া হবে।’

আব্দুস সালাম আরিফ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।