মোংলায় উদ্ধার বিলুপ্তপ্রায় প্রজাতির কাছিম সুন্দরবনে অবমুক্ত
বাগেরহাটের মোংলায় বিলুপ্তপ্রায় প্রজাতির একটি সুন্ধি কাছিম উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৬ আগস্ট) সকালে বঙ্গবন্ধুপাড়ার কাইনমারী খাল সংলগ্ন ড্রেন থেকে স্থানীয় দুই সংবাদকর্মী কাছিমটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, মো. হাফিজুর ও মো. আল আমিন হোসেন নামের দুই সাংবাদিক সকালে বঙ্গবন্ধু পাড়ার ড্রেন থেকে একটি সুন্ধি কাছিম উদ্ধার করেন। এরপর তারা সেটি বনবিভাগের ফুয়েল জেটিতে নিয়ে এসে আমার কাছে হস্তান্তর করেন। বিলুপ্তপ্রায় এ সুন্ধি কাছিমটি বয়স প্রায় তিন বছর। এর ওজন প্রায় দেড় কেজি।
তিনি আরও জানান, এ কাছিম সাধারণত মিষ্টি পানির এলাকায় দেখা যায়। মিষ্টি পানির জলাশয় ও ধানক্ষেতে মাঝেমধ্যে এর অস্তিত্ব মিলে। জলবায়ু পরিবর্তনের ফলে এ প্রজাতির কাছিম এখন বিলুপ্তপ্রায়। দুপুর সাড়ে ১২টার দিকে এ কাছিমটি করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়েছে।
আরএইচ/এমএস