ফেস্টুন ছেঁড়ায় হবিগঞ্জে ছাত্রদল নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ১০:১৯ এএম, ২৭ আগস্ট ২০২২
গ্রেফতার হাফিজুল ইসলাম

হবিগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাতে নবীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। গ্রেফতার হাফিজুল ইসলাম হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার বাসিন্দা।

ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, সৈনিক লীগ হবিগঞ্জের সভাপতি এসএম মানিক ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে তারেক রহমানের ফাঁসির দাবিতে বিভিন্ন স্থানে ফেস্টুন স্থাপন করেন। তাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের ছবি সংবলিত ছিল। হাফিজুল এ ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলেন।

এর প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে। বিষয়টি নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হওয়ায় হাফিজুলকে গ্রেফতার করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।