দোকান থেকে টেনে হিঁচড়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে জখম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, ২৭ আগস্ট ২০২২

ফেনীর পরশুরামে দোকান থেকে টেন হিঁচড়ে বের করে তারেক হোসেন (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বক্সমাহমুদ বাজারে এ হামলার ঘটনা ঘটে। তারেক পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তিনি স্থানীয় বক্সমাহমুদ বাজারের একজন ব্যবসায়ী।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা তারেক হোসেন বক্সমাহমুদ বাজারে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বেচাকেনা করছিলেন। এ সময় স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের চার-পাঁচজন নেতাকর্মী তাকে টেনে হিঁচড়ে দোকানের বাইরে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করেন।

পরশুরাম উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি এ হামলার জন্য স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীকে দায়ী করে তাদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘হামলার বিষয়টি পরশুরাম থানা পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।’

পরশুরাম উপজেলা যুবলীগের সভাপতি মো. ইয়াছিন মজুমদার জাগো নিউজকে বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের কোনো নেতাকর্মী জড়িত নয়। নিজেদের দলীয় বিরোধে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হয়েছেন।’

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, লোকমুখে হামলার ঘটনাটি শুনে পুলিশ পাঠাই। পুলিশ গিয়ে কাউকে পায়নি। এছাড়া কে বা কারা হামলা করেছে সেটা কেউ বলেনি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।