ঈশ্বরদীতে নকল সার কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৮ আগস্ট ২০২২

নকল সার তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড নামে একটি কারখানার মালিক নিজাম উদ্দিন খানকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (২৮ আগস্ট) উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর গ্রামে এ অভিযান চালায় পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম।

jagonews24

ঈশ্বরদী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান জাগো নিউজকে বলেন, ন্যাপ এগ্রো কেমিক্যাল লিমিটেড কারখানাটি দীর্ঘদিন ধরে নকল সার ও কীটনাশক তৈরি করে বাজারজাত করে আসছে। যে উপাদান দিয়ে সার-কীটনাশক তৈরি করার কথা সেটা তারা না করে নকল উপাদান দিয়ে তৈরি করছিল। এতে কৃষকেরা প্রতারিত হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

তিনি আরও বলেন, কারখানাটি থেকে জিপসাম, জিংক, অ্যাবোন, সয়োবিটসহ প্রায় ১৩ ধরনের নকল সার ও বালাইনাশক জব্দ করা হয়।

jagonews24

পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম বলেন, এ অভিযানে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছিলেন। তিনি নিশ্চিত করেছেন, তারা প্যাকেটে লেখা প্রতিশ্রুতি অনুযায়ী সার সরবরাহ করছে না। একই সঙ্গে তারা কারখানার ভুয়া ঠিকানা ব্যবহার করছে। সার তৈরি করা হচ্ছে ঈশ্বরদীতে কিন্তু কারখানার ঠিকানা দেওয়া ঢাকার মিরপুরের। এসব অভিযোগের ভিত্তিতে এক লাখ টাকা জরিমানা ও নকল সার-কীটনাশক জব্দ করা হয়।

এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।