বগুড়ায় বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:৫২ এএম, ২৯ আগস্ট ২০২২
বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণ/ছবি: সংগৃহীত

বগুড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে নন্দীগ্রামের বাসস্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার বিকেলে বঙ্গবন্ধু চত্বরে উপজেলা ছাত্রলীগ শোকসভার আয়োজন করে। সন্ধ্যার আগেই সভা শেষ করে তারা চলে যান। রাত সাড়ে ৮টার দিকে সেখানে বিকট শব্দে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে।

নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, কে বা কারা বঙ্গবন্ধু চত্বরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে শুনেছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার না করলে নাশকতার পুনরাবৃত্তি ঘটবে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘বিকট শব্দ হয়েছে। তবে সেটি ককটেল কি না, তা এখনই বলতে পারছি না। ঘটনাস্থল থেকে ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে।’

এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।