ধানক্ষেতে মিললো ভ্যানচালকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:১৮ পিএম, ২৯ আগস্ট ২০২২
ফাইল ছবি

বগুড়ার দুপচাঁচিয়ায় হারুন ফকির (৪৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার করমজী গুনাহার সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হারুন ফকির উপজেলার ইসলামপুর বড়বাড়িয়া এলাকার মৃত মঈন ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার বিকেল ৫টার দিকে বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হন হারুন ফকির। এরপর রাতে তিনি বাড়ি ফেরেননি। সোমবার সকালে ধানক্ষেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। এসময় পাশের জঙ্গল থেকে ভ্যানটি উদ্ধার হলেও ব্যাটারি পাওয়া যায়নি।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ভ্যানচালকের শরীরে জখমের চিহ্ন রয়েছে। তাকে পেটে, পিঠে, মাথায় ছুরিকাঘাতসহ পায়ের রগ কেটে দেওয়া হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।