সিগারেটের আগুনে পুড়লো দোকান-গোডাউন
বাগেরহাটের মোংলা উপজেলায় সিগারেটের আগুনে তিনটি দোকান-গোডাউন পুড়ে গেছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানিরা জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের চটেরহাট বাজারে সকাল অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে একটি মুদি দোকানের গোডাউন, মুদি দোকানের আংশিক, একটি তুলার গোডাউন ও একটি গো-খাদ্যের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিকদের।

ক্ষতিগ্রস্ত দোকানি মো. ইস্রাফিল বলেন, ‘ব্যাংক ও এনজিও থেকে লোন নিয়ে দোকান দিয়েছি। সব পুড়ে শেষ হয়ে গেছে। একদিকে পুড়েছে, অন্যদিকে আগুন নিভানোর পানিতে ভিজে বাকী সবই নষ্ট হয়ে গেছে।’
মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার লিডার মো. মজিবর রহমান জাগো নিউজকে বলেন, প্রাথমিক তদন্তে ধারা করা হচ্ছে কারও ফেলা সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে।
এসজে/জিকেএস