শরীয়তপুরে ভুয়া চিকিৎসকের দেড় বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৪:০৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

শরীয়তপুরের নড়িয়ায় মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে মো. কামরুল আলম নামের এক ব্যক্তিকে দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবাজার এলাকায় মেহেদী ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।

jagonews24

অভিযান পরিচালনা করেন নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। কথিত মেডিসিন বিশেষজ্ঞ মো. কামরুল আলম নিজে এমবিবিএস পাস না হয়েও নামের আগে চিকিৎসক ও এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে আসছিলেন। একই সঙ্গে চিকিৎসা বিষয়ে ডিগ্রি না থাকার পরও নিজেকে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

jagonews24

মো. পারভেজ বলেন, কামরুল আলম আগে একটি ফার্মেসিতে চাকরি করতেন। তার চিকিৎসা নিয়ে অনেক রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হয়েছে।

মো. ছগির হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।