পোরশায় দুই ব্যবসায়ীর জরিমানা, ৬২৫৩ বস্তা সার জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২২

নওগাঁর পোরশায় অবৈধ মজুদ রাখায় দুই সার ব্যবসায়ীর (ডিলার) ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তাদের গুদাম থেকে ছয় হাজার ২৫৩ বস্তা ডিএপি ও এমওপি জব্দ করা হয়।

শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার শিশাবাজারে অভিযান পরিচালনা করে জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্বে ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন।

তিনি বলেন, অধিক মুনাফা লাভের আশায় অসাধু সার ব্যবসায়ী বিপুল পরিমাণ সার মজুদ রেখেছে বলে জানা যায়। পরে উপজেলার শিশা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় সার ব্যবসায়ী বিকাশ সাহার গুদামে অভিযান চালিয়ে পাঁচ হাজার ২৪ বস্তা ডিএপি ও ১৪৬ বস্তা এমওপি জব্দ করা হয়। একই বাজারে নজমুল আলমের গুদাম থেকে ৮৮২ বস্তা ডিএপি ও ২০১ বস্তা এমওপি জব্দ করা হয়। উদ্ধারকৃত সার কৃষি সম্প্রসারণ কর্মকর্তার তত্ত্বাবধানে নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

আব্বাস আলী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।