রাঙ্গামাটিতে ৬ জনকে জিম্মি, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০২:০০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে অটোরিকশাসহ ৬ জন চালককে একদল অস্ত্রধারী সন্ত্রাসী জিম্মি করে বলে সংবাদ পাওয়া যায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে অটোরিকশাগুলোসহ চালকদের উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।

শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটি-কাপ্তাই আসামবস্তি সড়কের ঝগড়াবিল তঞ্চঙ্গ্যাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রাঙ্গামাটি-কাপ্তাই সড়কে চলাচলরত ৬টি অটোরিকশা ও অটোরিকশার চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে রাখা হয়। এ সময় চালকদের মোবাইল, গাড়ির চাবি ও টাকা কেড়ে নেয় সন্ত্রাসীরা।

স্থানীয়রা আরও জানান, খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সন্ধ্যার দিকে চালক ৬ জন ও ৬টি অটোরিকশা উদ্ধার করে নিরাপদে শহরে ফিরিয়ে আনেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে যাওয়ার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাটি সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস অধ্যুষিত বলেও জানা গেছে।

সন্ত্রাসীদের অস্ত্রের মুখে জিম্মি হওয়া চালকরা হলেন- মো. আশিক (৩৬), মো. বশির (৫০), মো. আবু জাফর (৩৮), মো. বাবু (১৯), মো. সামীম হক ও মো. খোকন ।

রাঙ্গামাটি অটোরিকশাচালক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু জানান, এক চালক আমাকে মোবাইলে বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশকে বিষয়টি অবহিত করি। সন্ধ্যার দিকে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল থেকে চালকদের ও অটোরিকশা ৬টি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অটোরিকশাসহ ৬ জন চালককে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে রাখার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।