হোটেলে নাস্তার সময় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০২:০৩ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

বগুড়ায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে ওয়াজেদ হোসেন ঝন্টু (২৫) নামে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষরা।

শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সদর উপজেলার ভাটকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াজেদ ভাটকান্দি পূর্বপাড়া এলাকার আফজাল হোসেন প্রামাণিকের ছেলে। তিনি পেশায় টাইলস মিস্ত্রী ছিলেন।

এ ঘটনায় আয়নাল (৩০) নামে একজনকে আটক করা হয়েছে। আটক আয়নাল ওই এলাকার আদর আলীর ছেলে।

জানা গেছে, সকালে ভাটকান্দির একটি সরকারি জলাশয়ে মাছ ধরতে যান ওয়াজেদ। সেখান থেকে ফিরে তিনি সকাল ৯টার দিকে স্থানীয় একটি হোটেলে সকালের নাস্তা করতে বসেন। সেখানেই প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে আয়নাল নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ হেফাজতে সে চিকিৎসাধীন। শিগগিরিই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতার করা হবে।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।