সিদ্ধিরগঞ্জে জুতা কারখানা সিলগালা, ক্লিনিকে জরিমানা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:১২ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি জুতার কারখানা সিলগালা ও একটি ক্লিনিক ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, অনুমোদনবিহীন জুতা তৈরির অপরাধে সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ইপিক ফুটওয়্যার নামে একটি প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করা হয়েছে।

এছাড়া সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় মহানগর মা ও শিশু হাসপাতাল নামের একটি প্রাইভেট ক্লিনিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।