বান্দরবানে প্রাক-প্রাথমিক স্কুল পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৩৯ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২২

বান্দরবানে একটি প্রাক-প্রাথমিক বিদ্যালয় (পাড়া স্কুল) পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধুমচা পাড়ায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মৌখিকভাবে ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলেও সোমবার (৫ সেপ্টেম্বর) থানায় সাধারণ ডায়রি (জিডি) করবেন বলে জানান স্কুলের শিক্ষিকা পারভিন আক্তার।

তিনি জানান, রোববার সকালে খবর পেয়ে তিনি গিয়ে দেখতে পান স্কুলটি পুড়ে গেছে। বর্তমানে স্কুলটিতে ৪৫ জন শিক্ষার্থী আছে। শিক্ষা সামগ্রীগুলো আগুনে পুড়ে যাওয়ার পাঠদান বন্ধ রয়েছে।

jagonews24

শিক্ষিকা পারভিন আক্তার আরও জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশকে বিষয়টি জানিয়েছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তিনি বলতে পারছেন না। তবে পুড়ে যাওয়া স্কুলটিতে তেলের গন্ধ বের হওয়ায় ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পেট্রল দিয়ে এটি জ্বালিয়ে দিয়েছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের জেলা প্রকল্প ব্যবস্থাপক আলু মং মারমা জানান, ২০১৮ সালে প্রকল্পের আওতায় স্কুলটি চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি সামাজিক সচেতনতামূলক অন্যান্য কাজও এই পাড়া কেন্দ্রটিতে করা হতো।

সরই ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. জামাল উদ্দীন জাগো নিউজকে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আক্রোশের জেরে পেট্রল কিংবা কেরোসিন দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

ক্যয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, বিষয়টি সম্পর্কে শুনেছি। তবে বান্দরবান সদরে ট্রেনিংয়ে থাকায় বিস্তারিত বলতে পারছি না।

নয়ন চক্রবর্তী/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।