ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২২

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৫ সেপ্টেম্বর) সুইডেন পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করেন।

বিক্ষোভ থেকে অভিযুক্ত শিক্ষক সিভিল উড বিভাগের জুনিয়র ইনস্ট্রাক্টর এজাবুর আলমকে (৩৫) দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা বলেন, শিক্ষক এজাবুর আলমের বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করাসহ নানা প্রলোভনে তাদের কুপ্রস্তাব দিতেন। তার জন্য ক্যাম্পাস ছেড়ে চলে গেছে এমন শিক্ষার্থীও রয়েছে। সম্প্রতি একটি ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা আশা করছি তদন্ত কমিটি সুষ্ঠু তদন্ত করে এ বিষয়ে প্রতিবেদন দেবে এবং অভিযুক্ত শিক্ষকের বিচার হবে।

সম্প্রতি ইনস্টিটিউটের সিভিল উড বিভাগের এক ছাত্রীকে ওই শিক্ষক কুপ্রস্তাব দিয়েছেন বলে অধ্যক্ষের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী। অভিযোগে তিনি উল্লেখ করেন, মো. এজাবুর আলম এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক। তিনি গত দুই মাস ধরে আমার ব্যক্তিগত ফেসবুক মেসেঞ্জারে তার ‘এজাবুর আলম’ আইডি থেকে নানারকম সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে যেমন-আমাকে পরীক্ষায় ভালো নম্বর পাইয়ে দেবেন, পরীক্ষায় পাসের ব্যবস্থা করে দেবেন, হোস্টেলে রুমের ব্যবস্থা করে দেবেন বলে নানা কুরুচিপূর্ণ অশালীন কথাবার্তা বলেন। তিনি আমাকে প্রতিনিয়ত বিরক্ত করে ফাঁদে ফেলার চেষ্টা করছেন। আমি তার কুপ্রস্তাবে রাজি না হলে আমাকে প্রাতিষ্ঠানিকভাবে হেনস্তা করার জন্য রীতিমতো হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন।

অভিযোগ তদন্তে প্রতিষ্ঠান থেকে একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে তদন্ত কমিটির আহ্বায়ক ওমর ফারুক বলেন, ‘আমরা উভয় পক্ষ থেকে যাই পাবো তাই রিপোর্টে তুলে ধরবো।’

জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক এজাবুর আলম জাগো নিউজকে বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বানোয়াট। আশা করছি তদন্তে বিষয়টি প্রমাণিত হবে।’

সাইফুল উদ্দীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।