হরতালে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সভা স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:০৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

 

রাঙ্গামাটিতে ভূমি বিরোধ নিষ্পত্তি বিষয়ক সভা স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) এক স্মারকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মোহাম্মদ নেজাম উদ্দীন।

মোহাম্মদ নেজাম উদ্দীনের স্বাক্ষরিত স্মারকে উল্লেখ করা হয়, ‘কমিশনের অন্যতম সদস্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান মহোদয়ের সূক্রোক্ত স্মারক মূলে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান মহোদয় কর্তৃক স্বাক্ষরিত পত্রে রাঙ্গামাটি পার্বত্য জেলায় ০৬ ও ০৭ সেপ্টম্বর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কর্তৃক হরতাল আহ্বান করার প্রেক্ষিতে অত্র ভূমি কমিশনের বুধবার (৭ সেপ্টম্বর) পূর্ব নির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় ও কমিশনের অন্যান্য সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে অত্র কমিশনের বুধবার (৭ সেপ্টম্বর) এর সভা স্থগিত করা হলো। পরিবর্তিত তারিখ পরবর্তীতে জানানো হবে।’

বুধবার (৭ সেপ্টম্বর) ভূমি কমিশনের সভাকে কেন্দ্র করে সভা বাতিলসহ ৭ দফা দাবিতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে মঙ্গলবার (৬ সেপ্টম্বর) সকাল ৬টা থেকে বুধবার (৭ সেপ্টম্বর) দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টার হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সাইফুল উদ্দীন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।