রাঙ্গামাটিতে নাগরিক পরিষদের ডাকা হরতাল স্থগিত

ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের ডাকা ৩২ ঘণ্টার হরতাল স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে চলমান হরতালের ১০ ঘণ্টা পর তা স্থগিত ঘোষণা করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বুধবার (৭ সেপ্টেম্বর) ভূমি কমিশনের ডাকা সভা স্থগিতসহ ৭ দফা দাবিতে আমরা ৩২ ঘণ্টা হরতালের ঘোষণা করেছিলাম। কিন্তু হরতালের কারণে দুপুর ১টায় খবর আসে কমিশন সভা স্থগিত করেছে। সুতরাং কমিশন যখন সভা স্থগিত করেছে তাই আমরা জনগণের ভোগান্তির কথা চিন্তা করে মঙ্গলবার বিকেল ৩টা থেকে হরতাল স্থগিত করছি।
তিনি আরও বলেন, আমরা সজাগ আছি, যদি তারা লুকোচুরি করে সভা করতে চায় তাহলে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান ডালিম, রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. হাবীব আজম, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ।
অন্যদিকে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক স্মারকের মাধ্যমে ভূমি কমিশনের সভা স্থগিত করার সিদ্ধান্ত নিশ্চিত করেন পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সচিব মোহাম্মদ নেজাম উদ্দীন।
স্মারকে উল্লেখ করা হয়, রাঙ্গামাটিতে ৬ ও ৭ সেপ্টেম্বর পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতাল আহ্বানের পরিপ্রেক্ষিতে ভূমি কমিশনের বুধবারের পূর্বনির্ধারিত সভা স্থগিত করার অনুরোধ করায় ও কমিশনের অন্যান্য সদস্যদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ওই সভা স্থগিত করা হলো। পরিবর্তিত তারিখ পরবর্তীকাল জানানো হবে।
বুধবার ভূমি কমিশনের ডাকা সভা বাতিলসহ ৭ দফা দাবিতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে পরদিন দুপুর ২টা পর্যন্ত ৩২ ঘণ্টার হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
সাইফুল উদ্দীন/এমআরআর/এএসএম