অলি-বদরুদ্দোজার নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে: আব্দুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২২

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপির নেতারও ঠিক নেই, ভোটারেরও ঠিক নেই। এরই মধ্যে বিএনপির দুটি ইউকেট পড়ে গেছে। বিএনপির সাবেক নেতা বদরুদ্দোজা চৌধুরী এবং অলি আহাদের (আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক) নেতৃত্বে নতুন বিএনপি হচ্ছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতে দণ্ডপ্রাপ্ত আসামি। তারেক (তারেক রহমান) মানিলন্ডারিং মামলার আসামি। বিএনপির অনেক নেতা বৈঠকে সিদ্ধান্ত নিয়েছেন খালেদা-তারেককে বাদ দিয়েই তারা নির্বাচনে আসবেন। আর জামায়াত তাদের তালাক দিয়ে চলে গেছে। জামায়াত তাদের সঙ্গে একমোর্চায় আর আন্দোলনে থাকবে না। তাই তারা ভয় পাচ্ছেন যে নির্বাচনে ভরাডুবি হবে।’

‘আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে’ উল্লেখ করে তিনি বলেন, ‘সে নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান থাকবেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা সবাইকে আহ্বান জানিয়েছেন। তারা বলছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন না, হতেও দেবেন না। তারা রাজপথে আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করছেন। আমরা বিশ্বাস করি আবারও প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা।’

এদেশে এ পর্যন্ত যতগুলো সুষ্ঠু-অবাধ নির্বাচন হয়েছে বিএনপি কোনোটাতেই ক্ষমতায় আসতে পারেনি বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।

তিনি বলেন, ‘জিয়াউর রহমান সায়েমের (সাবেক বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম) বুকে পাড়া দিয়ে পিস্তল ধরে ক্ষমতা গ্রহণ করে ‘হ্যা’-‘না’ ভোট করেছিলেন। ১৯৯১ সালে এরশাদের পতনের পর একটা লোকও কি ভেবেছিল বিএনপি ক্ষমতায় আসবে? সেদিন দেশি-বিদেশি নানা মহলের সহযোগিতায় স্থূল কারচুপি করে তারা ক্ষমতায় এসেছিলেন। ২০০১ সালে ভারতের কাছে গ্যাস রপ্তানির মুচলেকা দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন। তাই অবাধ-সুষ্ঠু নির্বাচনে বিএনপি আসতে চায় না।’

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।