নারায়ণগঞ্জে লিন্ডে বাংলাদেশের তিনজনের বিরুদ্ধে মামলা
নারায়ণগঞ্জের আদালতে লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরসহ (এমডি) তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন খন্দকার এরশাদ জাহান নামে এক ডিস্ট্রিবিউটর। আদালত বাদীপক্ষের শুনানি নিয়ে বিবাদীদের প্রতি সমন জারি করেছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জীবন রক্ষাকারী মেডিকেল গ্যাস সরবরাহ নিয়ে প্রতারণা করার অভিযোগে নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের আদালতে এই মামলা করেন।
বিবাদীরা হলেন- লিন্ডে বাংলাদেশ লিমিটেডের এমডি সুজিত পাই, এমডির উপদেষ্টা এরফান সিহাবুল মতিন এবং গ্যাস বিজনেসের হেড চৌধুরী নুরুর রহমান।
বাদীপক্ষের আইনজীবী মো. হাবিবুর রহমান বলেন, লিন্ডে বাংলাদেশ লিমিটেড নামে জার্মানির কোম্পানি যা আগে বাংলাদেশ অক্সিজেন কোম্পানি (বিওসি) নামে পরিচিত ছিল। সেই কোম্পানি তার ন্যাশনাল ডিস্ট্রিবিউটরকে উদ্দেশ্যপ্রণোদিত ও বেআইনিভাবে গত জুন মাসের শেষদিক থেকে সব ধরনের ইন্ডাস্ট্রিয়াল এবং জীবন রক্ষাকারী মেডিকেল গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে টঙ্গী, ময়মনসিংহ, রংপুর, বগুড়া, রাজশাহী, খুলনা, যশোর এবং বরিশালসহ ৯টি ডিপোর আওতাধীন বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে জীবন রক্ষাকারী অক্সিজেন গ্যাসের তীব্র সংকট দেখা দেয়।
তিনি আরও বলেন, গত বছরের ২৪ জুন ট্রাক যোগে ৭৬৫টি খালি সিলিন্ডার নিয়ে বাদী বিবাদীদের মালিকানাধীন রূপগঞ্জ থানার মোহনা ধুপতারায় অবস্থিত লিন্ডে বাংলাদেশ লিমিটেডে গ্যাস নিতে আসেন। এসময় বিবাদীরা বাদীর নিজস্ব ট্রাক আটক রেখে ভাড়া করা ট্রাক দুটি কারখানা থেকে বের করে দেন। এতে বাদীর দৈনিক প্রায় পাঁচ লাখ টাকা ক্ষতি হয়। ওই সময় থেকে ৭৬ দিনে অর্থাৎ গত বুধবার পর্যন্ত বাদীর তিন কোটি ৮০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ক্ষতি অব্যাহত রয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে বিবাদীদের প্রতি সমন জারি করেন।
মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/জেআইএম