ব্যাংক থেকে টাকা তুলে প্রতারকের খপ্পরে রাশেদা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২২

ব্যাংক থেকে ভাতার টাকা তুলেছিলেন রাশেদা বেগম (৬০)। সেই টাকা নিয়ে বাড়ি ফেরার সময় এক প্রতারকের খপ্পরে পরেন তিনি। আর এতেই খুইয়েছেন সব টাকা। মৃত বীর মুক্তিযোদ্ধা স্বামীর টাকাটাই ছিল রাশেদা বেগমের একমাত্র ভরসা।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা সংলগ্ন সোনালী ব্যাংক শাখার সামনে এ ঘটনা ঘটে।

রাশেদা বেগম উপজেলার পিংনা ইউনিয়নের বারই পটল এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের স্ত্রী।

রাশেদা বেগম জানান, দুপুরে ভাতার ২০ হাজার টাকা তুলে সোনালী ব্যাংক থেকে বের হচ্ছিলেন। ঠিক তখনই ব্যাংকের ভেতরে বসে থাকা অচেনা এক লোক তার কাছে এসে বলেন- ‘আপনার ছেলে গোলাম মোস্তফা আমার কাছে ৩০ হাজার টাকা পান, সেটা আপনাকে নিয়ে যেতে বলেছেন।’

প্রমাণ করার জন্য সেই লোকটি বৃদ্ধার ছেলে মোস্তফাকে (ভুয়া ছেলে) ফোনে ধরিয়ে দেন। এরপর রাশেদার থেকে ২০ হাজার টাকা নিয়ে ৫০ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে যেতে বলেন লোকটি। সেই টাকা আরামনগর বাজারে আছে বলে ওই লোক ২০ হাজার টাকা নিয়ে উধাও হয় যান।

রাশেদা বেগম অভিযোগ করে বলেন, প্রতারকটি ব্যাংকের ভেতরেই অবস্থান করছিল। টাকা তোলার পর সেই লোক আমার ছেলের পরিচয় দিয়ে অন্য লোকের সঙ্গে ফোনে কথা বলে টাকাগুলো নিয়ে উধাও হয়ে যায়। স্বামীর টাকাই আমার একমাত্র ভরসা। এখন কি করবো ভেবে পাচ্ছি না।

ফোন করার বিষয়ে জানতে চাইলে রাশেদা বেগমের ছেলে গোলাম মোস্তফা বলেন, সেই প্রতারক আমার মাকে মিথ্যা বলেছে। প্রতারক আমাকে কোনো ফোন দেয়নি। আমি থানায় অভিযোগ করবো।

সোনালী ব্যাংকের ম্যানেজার কায়ছারুল ইসলাম বলেন, ব্যাংক থেকে টাকা উঠানোর পর বাইরে থেকে প্রতারক তার টাকা নিয়েছে। এখানে ব্যাংক কর্তৃপক্ষের কোনো করণীয় নেই। ব্যাংকের ভেতরে হলে বিষয়টি আমরা দেখতে পারতাম।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির জাগো নিউজকে বলেন, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মো. নাসিম উদ্দিন/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।