রাঙ্গামাটির লোকালয়ে অজগর
রাঙ্গামাটি শহরের হ্রদের পাড়ে জালে আটকানো অবস্থায় একটি অজগর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ সেপ্টম্বর) দুপুরে শহরের ফিসারি আবাসিক এলাকায় অজগরটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, অজগরটি হ্রদের পাড়ে একটি পরিত্যক্ত জালে আটকানো অবস্থায় ছিল। তারা অজগরটি দেখার পর বন বিভাগকে খবর দেন। পরে তারা এসে এটি উদ্ধার করে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ বন বিভাগের রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা মাহাবুব আলম বলেন, এটি অনুমানিক ১০ ফুট লম্বা হবে। আমরা অজগরটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে পাঠিয়ে দিয়েছি। এটি সেখানে অবমুক্ত করা হবে।
সাইফুল উদ্দীন/এসআর