লক্ষ্মীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১১:৩২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০২২
নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়/ছবি: জাগো নিউজ

লক্ষ্মীপুরের কমলনগরে কাভার্ডভ্যানের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রামগতি সড়কের ফায়ার সার্ভিস কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরিফ হোসেন (২১) ও জাকির হোসেন (২৫)। আরিফ উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার মো. সেলিমের ছেলে ও জাকির একই এলাকার হাফিজ উল্যার ছেলে।

দুর্ঘটনায় আহতরা হলেন- স্বপ্না আক্তার (২৫) ও তার মেয়ে মীম আক্তার (৪)। এরমধ্যে স্বপ্নাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্বপ্না একই এলাকার মো. সুমনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কমলনগর থেকে আসা একটি কাভার্ডভ্যান ফায়ার সার্ভিস কার্যালয় এলাকায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আরও দুজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

কাজল কায়েস/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।