টেকনাফে অটোরিকশা-মিনিবাস সংঘর্ষে দুজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন টেকনাফের হোয়াইক্যং মিনাবাজার এলাকার মো. ইউনুসের ছেলে মো. জয়নাল (৩৬) ও একই এলাকার রহমত উল্লাহের ছেলে মো. মামুন (২৭)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোয়াইক্যং হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের হোয়াইক্যং লম্বাবিল এলাকায় টেকনাফগামী এস আলম (ঢাকা মেট্রো স-১২-০১০) মিনিবাসের সঙ্গে বিপরীত থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন।

নিহত দুজনের মধ্যে একজন অটোরিকশাটির চালক ও অপরজন মালিক বলে জানা গেছে।

পুলিশ পরিদর্শক আরও জানান, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সায়ীদ আলমগীর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।