ধারের টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা, যুবকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২

নাটোরে হত্যা মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ মো. শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম জসিম উদ্দিন (২০)। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের চৌরী গ্রামের বকুল মিয়ার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, জসিম উদ্দিন তার বন্ধু একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহাগের কাছ থেকে দেড় হাজার টাকা ধার নিয়ে জুয়া খেলে হেরে যান। পরবর্তী সময়ে টাকার জন্য সোহাগ চাপাচাপি শুরু করেন। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য তৈরি হয়। একপর্যায়ে জসিম তার বন্ধু সোহাগকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালের ৩১ আগস্ট সন্ধ্যায় সোহাগকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে যান জসিম। সেখানে উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন। পরে হাতমুখ ধুয়ে গ্রামবাসীর সঙ্গে সোহাগের মরদেহ দেখতে যান।

আসামি জসিমের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম।

রায়ের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

রেজাউল করিম রেজা/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।