নড়াইলে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইলে
প্রকাশিত: ০৪:৪১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া বিল এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৪০ বছর বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহটির দুটি চোখ পচে গেছে। কানের কিছু অংশসহ শরীরের অন্য স্থানেও পচন ধরেছে। তবে শরীরে আঘাতের তেমন চিহৃ দেখা যায়নি।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে, তিন থেকে চারদিন
আগে কে বা কারা ওই যুবকের মরদেহ বিলের মধ্যে ফেলে গেছেন। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

হাফিজুল নিলু/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।