বান্দরবান জেলা ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদককে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৪৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২২

সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে জেলা ছাত্রলীগের পরিবেশবিষয়ক সম্পাদক জিয়াউল হককে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) জেলা ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ ও সেক্রেটারি জনি সুশীলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ছাত্রলীগের সেক্রেটারি জনি সুশীল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগে থাকাকালীন অন্য কোনো সংগঠনে সম্পৃক্ত থাকা যাবে না। জিয়াউল হক এ নীতি ভঙ্গ করে অন্য সংগঠনে জড়িত হয়েছেন। এছাড়াও সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত হয়ে নিয়মনীতি ভঙ্গ করেছেন। এমনকি ছাত্রলীগের রাজনীতিতে তার তেমন কোনো আগ্রহও নেই। সবকিছু বিবেচনা করে ছাত্রলীগের সবার সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নয়ন চক্রবর্তী/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।