নেশার টাকার জন্য মায়ের মাথা ফাটালো ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২

নেত্রকোনার মোহনগঞ্জে নেশার টাকার জন্য মাকে মারধর করে মাথা ফাটিয়েছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় মাদকাসক্ত ছেলেকে ধরে থানায় দিয়েছে এলাকাবাসী। পরে এ ঘটনায় মা বাদী হয়ে ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

মাদকাসক্ত ওই ছেলের নাম হৃদয় মিয়া (৩২) । তিনি উপজেলার পেরিরচর গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।

এ মামলায় গ্রেফতার দেখিয়ে হৃদয় মিয়াকে মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হৃদয় মিয়া নিয়মিত মাদক সেবন করেন। নেশার টাকা যোগাতে তিনি বিভিন্ন এলাকায় চুরি করে বেড়ান। নেশার টাকার জন্য প্রায়ই মাকে মারধরও করেন তিনি। মাদকাসক্ত ছেলের জ্বালায় অতিষ্ঠ হয়ে ওঠেন তিনি। সোমবার বিকেলে নেশার টাকার জন্য ফের মাকে মারধর শুরু করেন হৃদয়। একপর্যায়ে পিটিয়ে মাথা ফাটিয়ে ফেলেন। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী ওই মাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার মাথায় বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে।

এদিকে, মাদকাসক্ত হৃদয়কে ধরে সন্ধ্যার দিকে থানায় দেয় এলাকাবাসী। পরে কিছুটা সুস্থ হয়ে রাতেই ছেলের বিরুদ্ধে মামলা করেন মা।

ভুক্তভোগী ওই মা বলেন, নেশার টাকার জন্য আমাকে মারধর করে। ঘরে ভাঙচুর করে। মানুষের বাড়ি-ঘরে চুরি করে। কালকে নেশা করার জন্য আমার কাছে টাকা চায়। আমার কাছে টাকা না থাকায় মারধর করে মাথা ফাটিয়েছে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নেশার টাকার জন্য হৃদয় প্রায়ই তার মাকে মারধর করে। সোমবার মাকে মেরে মাথায় জখম করেছে। পরে এলাকাবাসী হৃদয়কে পুলিশে দিয়েছে। এ ঘটনায় তার মায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।