চাঁদপুরে স্বর্ণ-মোবাইলের দোকান থেকে ৪৩ লাখ টাকার মালামাল চুরি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে পাঁচটি স্বর্ণের ও একটি মোবাইলের দোকানের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে ৩০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রুপা ও নগদ অর্থসহ প্রায় ৪৩ লাখ ৭০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। সোমবার (১২ সেপ্টেম্বর) রাতের কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সোমবার রাতে উপজেলার নায়েরগাঁও বাজারের লোকনাথ শিল্পালয়, প্রিতম স্বর্ণ শিল্পালয়, পলি স্বর্ণ শিল্পালয়, ফ্যাশন শিল্পালয়, রাত্রী স্বর্ণ শিল্পালয়সহ পাঁচটি স্বর্ণের দোকান ও আল-নূর টেলিকম নামে একটি মোবাইলের দোকানে চুরি হয়েছে।
লোকনাথ শিল্পালয়ের মালিক রিংকু বণিক বলেন, সকালে দোকান খুলতে এসে দেখি দোকাদের তালা খোলা এবং সিন্দুকের দরজা খোলা। এতে ৩০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রুপা ও সাড়ে পাঁচ লাখ নগদ টাকাসহ প্রায় ৩৭ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
আল-নূর টেলিকমের মালিক নুরউদ্দিনের ভাই নুরে আলম জানান, তার দোকানে নগদ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের ৪০টি মোবাইলসহ চার লাখ টাকার মাল চোর নিয়ে গেছে।
এছাড়া বাকি চারটি স্বর্ণের দোকানের মধ্যে একটিতে ১ লাখ ২০ হাজার এবং তিনটির প্রতিটিতে ৫০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে জানা গেছে।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, নায়েরগাঁও বাজারে পাচঁটি স্বর্ণের দোকান ও একটি মোবাইলের দোকানের চুরির ঘটনায় আমরা আমরা সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
নজরুল ইসলাম আতিক/এমআরআর/এএসএম