কুরুকপাতার পাহাড়ি জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দেবে এইচএসএফ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

নেই সরকারি হাসপাতাল, নেই কমিউনিটি ক্লিনিক। বিশুদ্ধ পানি পান করার জন্য নেই টিউবওয়েল, নেই বিদ্যুৎ নেই মোবাইল নেটওয়ার্ক। বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের চিত্র এটি। সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন পাহাড়ি এই জনপদের দূরত্ব ৩০ কিলোমিটার। আর এই ইউনিয়নে বসবাস প্রায় ১০ হাজার মানুষের। বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি এখানে বাস করে ম্রো, ত্রিপুরা, তঞ্চঙ্গা, মুরংসহ অন্যান্য জনগোষ্ঠী। পাহাড়ি এই জনপদে যাতায়াতের একমাত্র বাহন মোটরসাইকেল। আর কালেভদ্রে পাওয়া যায় গাড়ি।

যেহেতু পানি পানের জন্য নেই টিউবওয়ে, সেহেতু নির্ভর করতে হয় নদীর পানির ওপর। ফলে এই জনপদের মানুষ প্রায়ই ডায়রিয়াসহ পেটের বিভিন্ন অসুখে ভুগে থাকেন। সঙ্গে ভুগতে হয় চর্মরোগের। কুরুকপাতা ইউনিয়নের কোনো ব্যক্তি অসুস্থ হলে হাতের কাছে চিকিৎসক পাওয়া যায় না। ফলে অনেককেই শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভুগতে হয়।

কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তাহলে তাদের করার কিছুই থাকে না। কারণ সদর হাসপাতাল ৩০ কিলোমিটার দূরে। পাহাড়ি রাস্তা ধরে সেখানে যেতে সময় লাগে ঘণ্টখানেক। আবার সবসময় পাওয়া যায় না যানবাহন। ফলে তারা বেশিরভাগ সময়ই বাঁচা বা মরার বিষয়টি সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেন। তাই এসব প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাসেবায় এগিয়ে এসেছে বেসরকারি সংগঠন হিউম্যান সেফটি ফাউন্ডেশন (এইচএসএফ)।

jagonews24

গত রোববার (১১ সেপ্টেম্বর) এই ইউনিয়নে উদ্বোধন করা হয় মেডিকেল ক্যাম্পের। প্রতিমাসে দুইবার বসবে এই ক্যাম্প। যেখানে একজন প্রশিক্ষিত চিকিৎসক প্রান্তিক এই জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন। সে অনুযায়ী এইচএসএফের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া হবে ওষুধ। সঙ্গে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আর প্রয়োজনে খাবার স্যালাইন। আর এই ওষুধ নিয়ে কুরুকপাতা ইউনিয়নের প্রান্তিক এই জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে প্রমিক্সকো লিমিটেড।

উদ্বোধনী অনুষ্ঠানে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো বলেন, এইচএসএফের এই উদ্যোগ এই এলাকার মানুষের জীবন বাঁচাতে বিশেষ ভূমিকা রাখবে।

jagonews24

এইচএসএফের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মেহরুবা ইসলাম। তিনি জানিয়েছেন, তারা কুরুকপাতা ইউনিয়নে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এইচএসএফ চেয়ারম্যান এম এ মুকিত জানান, প্রাথমিকভাবে কুরুকপাতায় মাসে দুদিন ক্যাম্প পরিচালিত হবে। আগামীতে এই ক্যাম্পের কার্যক্রম আরও প্রসারিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

এসইউজে/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।