রামুতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪ জনের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২২

কক্সবাজারের রামুতে অবৈধ বালু উত্তোলনের দায়ে তিনজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার পৃথক অভিযান চালিয়ে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শওকত আলী, মো. কামাল, জাহাঙ্গীর আলম ও তারেকুল ইসলাম। তাদের পৃথক মামলায় পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয়

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে পৃথকভাবে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধীদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।