চাঁদপুরে এসে বিয়ে করলেন মালয়েশিয়ান তরুণী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২২

ভালোবাসার মানুষকে আপন করে নিতে সুদূর মালয়েশিয়া থেকে পরিবার-পরিজন নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে ছুটে এসেছেন নুর আয়েশা নামের এক তরুণী। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ধর্মীয় রীতি মেনে প্রেমিক ওমর ফারুকের সঙ্গে বিয়ে পিঁড়িতে বসেন তিনি।

স্থানীয়রা জানান, সাত বছর আগে চাঁদপুর সদর উপজেলার বড় শাহতলীর চৌধুরী বাড়ির মৃত কামালের ছেলে ওমর ফারুক চাকরির জন্য মালয়েশিয়ায় পাড়ি জমান। সেখানে ফেসবুকে পরিচয় হয় আয়েশার সঙ্গে। এরপরই দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

গত চারমাস আগে প্রেমিক ওমর ফারুক বাংলাদেশে চলে আসেন। এ কয়মাস প্রিয় মানুষটিকে কাছে না পেয়ে ১৪ সেপ্টেম্বর প্রেমিকা নূর আয়েশা মা-বড় ভাই ও তার স্ত্রীকে নিয়ে চলে আসেন বাংলাদেশে। পরদিন উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়।

এ বিষয়ে ওমর ফারুক বলেন, আমরা দুজন একই কোম্পানিতে চাকরি করতাম। সে সুবাদে তার সঙ্গে আমার কথাবার্তা হত। পরে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক তৈরি সৃষ্টি। বিষয়টি তার বাবা-মায়ের সঙ্গে শেয়ার করলে তারও আমাকে পছন্দ করে। পরে আমি দেশে আসার পর আমার পরিবারকে জানালে তারাও আয়েশাকে পছন্দ করে। দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়েছে আমাদের।

অপরদিকে নূর আয়েশা জানান, এখানে এসে ভালো লাগছে। মালয়েশিয়া ফিরে দুজন নতুনভাবে ক্যারিয়ার শুরু করবো।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।