খেলতে গিয়ে লাশ হলো বিদিশা
জামালপুরের সরিষাবাড়ীতে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে বিদিশা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশু বিদিশা ওই এলাকার মুন্না খার মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, বিকেল সাড়ে ৩টার দিকে পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে নিখোঁজ হয় বিদিশা। তাকে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজ করেন। পরে শিশুটিকে বাড়ির পাশের ডোবার পানিতে ভাসতে দেখা যায়। উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. দেবাশীষ রাজবংশী জাগো নিউজকে বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির বলেন, বিষয়টি জানা নেই। খোঁজ নেওয়া হবে।
মো. নাসিম উদ্দিন/এসআর/এমএস