সীমান্তে উত্তেজনা

ঘুমধুম কেন্দ্রের এসএসসি পরীক্ষা হবে কক্সবাজারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৪৫ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থানান্তর করে কক্সবাজার নেওয়া হয়েছে। সীমান্ত পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবিরিজী এ তথ্য নিশ্চিত করেন।

জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবিরিজী ব‌লেন, বর্তমানে বান্দরবা‌নের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মে সীমা‌ন্ত প‌রি‌স্থি‌তি ভালো না। এমন প‌রি‌স্থি‌তি‌তে ঘুমধু‌মের এসএস‌সি পরীক্ষা কেন্দ্রটি স‌রি‌য়ে নিকটবর্তী কক্সবাজা‌রের উখিয়ার কুতুপালং পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঘুমধুমের এ পরীক্ষা কেন্দ্রে ৪৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে ব‌লেও জানান তি‌নি।

নয়ন চক্রবর্তী/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।