বেদে পরিবারে একসঙ্গে তিন সন্তানের জন্ম, অর্থ সহায়তা দিলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
একসঙ্গে তিন সন্তানের জন্ম দেন সীমা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একই সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন বেদে সম্প্রদায়ের সদস্য সীমা খাতুন (২৫)।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলার বারবাজারে নিউ গরীব শাহ নামের একটি প্রাইভেট ক্লিনিকে দুটি মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। সীমা খাতুন বারোবাজার বাদেডিহি গ্রামের আরমান হোসেনের স্ত্রী। বর্তমানে মা ও তিন সন্তান সুস্থ আছেন।

এদিকে অসচ্ছল বেদে পরিবারে একসঙ্গে তিন সন্তান জন্মের খবরে শনিবার (১৭ সেপ্টেম্বর) ওই প্রাইভেট ক্লিনিকে গিয়ে খোঁজ নেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিন। এ সময় তিনি আর্থিক সহযোগিতা করেন।

বেদে পরিবারে একসঙ্গে তিন সন্তানের জন্ম, অর্থ সহায়তা দিলেন ইউএনও

ক্লিনিকের চিকিৎসক সাফিয়া আফরিন বলেন, শুকবার সকাল ১০টার দিকে বেদে সম্প্রদায়ের সীমা খাতুনের প্রসব বেদনা উঠলে নিউ গরীব শাহ ক্লিনিকে আনে। এর পর সফল অপারেশনের মাধ্যমে তিন সন্তান ভূমিষ্ট হয়। বর্তমানে মা ও শিশুরা ভালো আছেন। তবে শিশু তিনটির ওজন অনেক কম। শিশুদের নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে।

ইউএনও সাদিয়া জেরিন বলেন, স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে জানতে পারি বেদে পরিবারে তিনটি শিশু ভূমিষ্ট হয়েছে। অসচ্ছল পরিবারটি অর্থের অভাবে শিশু তিনটিকে ভালো চিকিৎসা করাতে পারছেন না। আমি নিজে ওই ক্লিনিকে গিয়ে পরিবারটির সঙ্গে কথা বলি এবং তাদের কিছু আর্থিক সহযোগিতা দেই।

বেদে পরিবারে একসঙ্গে তিন সন্তানের জন্ম, অর্থ সহায়তা দিলেন ইউএনও

ইউএনও আরও বলেন, পরিবারটির যদি নিজস্ব জমি বা ঘর না থাকে তাহলে প্রধানমন্ত্রীর উদ্যোগে নির্মিত বেদে পল্লীতে তাদের জন্য ঘর বরাদ্দ দেওয়া হবে। যদি তারা নিতে চায়।

আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।