অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২
সারের দোকানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করায় এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আমতলী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

তিনি জাগো নিউজকে বলেন, অতিরিক্ত মূল্যে সার বিক্রি, সারের হালনাগাদ মূল্য তালিকা না দেখানো, ক্রেতার কাছ থেকে বেশি টাকা নিয়ে কম টাকার রশিদ দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে মূল্য রশিদ না দিয়েই সার বিক্রির অপরাধে আমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আবু তাহের ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু তাহেরকে জরিমানা করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।