রেললাইনের পাশ দিয়ে হাঁটতে গিয়ে প্রাণটাই গেলো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২

ফেনীতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ফেনী রেলস্টেশনের অদূরে সহদেবপুর রেলক্রসিংয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রেনটি ফেনী রেলস্টেশন এলাকা হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ওই ব্যক্তি রেলস্টেশনের অদূরে শহরের সহদেবপুর রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেনের গতির সঙ্গে বাতাসের গতিও বেশি ছিল। লোকটি কিছু বুঝে ওঠার আগেই বাতাসের টানে চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড আঘাত পান। তার মাথা থেঁতলে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রেল কর্মচারী ও স্থানীয় লোকজনের সহায়তায় মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফেনী রেলস্টেশনে দায়িত্বরত রেলওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) নফিল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।