আবাসিক হোটেল থেকে প্রবাসফেরত তরুণের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০২২
ফাইল ছবি

চাঁদপুরের মতলব দক্ষিণে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মো. হিমেল (২২) নামের এক প্রবাসী তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলা সদর ফেরিঘাট এলাকার আজমেরী আবাসিক হোটেলের ১৯ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হিমেল মতলব উত্তর উপজেলার নাউরী গ্রামের খোকন প্রধানের ছেলে।

হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হোটেলের ১৯ নম্বর কক্ষ ভাড়া নিয়ে সেখানে ওঠেন হিমেল। কক্ষটির ভেতর যাওয়ার পর তিনি আর বের হননি। রোববার দুপুরের দিকে তাকে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ওই কক্ষের দরজা ভেঙে দেখতে পান, খাটের ওপরে ওই তরুণের মরদেহ পড়ে আছে। সেখান থেকে দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

হিমেলের বাবা খোকন প্রধান জানান, হিমেল কয়েক বছর ধরে মধ্যপ্রাচ্যের একটি দেশে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। গত শুক্রবার তিনি বিদেশ থেকে ঢাকায় ফেরেন। সেখান থেকে বাড়িতে না গিয়ে শনিবার সকালে মতলব দক্ষিণ উপজেলা সদরে আসেন। এরপর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া তার ছোট বোনের সঙ্গে দেখা করে আবাসিক হোটেলে ওঠেন। তবে বিদেশ থেকে এসে বাড়িতে না গিয়ে হিমেলের আবাসিক হোটেলে ওঠার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি স্বজনরা।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নজরুল ইসলাম আতিক/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।