নৌকাবাইচ দেখতে গিয়ে ব্রহ্মপুত্রে নৌকাডুবে দুই শিশু নিখোঁজ

নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ নূর মোহাম্মদ Kishorganj
প্রকাশিত: ০৪:১২ এএম, ২০ সেপ্টেম্বর ২০২২
সোমবার (১৯ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের হোসেনপুরে বহ্মপুত্র নদে নৌকাবাইচের আয়োজন করা হয়

 

কিশোরগঞ্জের হোসেনপুরে বহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার কিছুক্ষণ আগে উপজেলার সাহেবেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলো- ময়মনসিংহ জেলার গফরগাও উপজেলার পাগলা চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত (১৪) ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন (৭)।

হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু বলেন, বহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে কিশোরগঞ্জ ছাড়াও পাশ্ববর্তী জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন সাহেবেরচর এলাকায় যায়। নৌকাবাইচ শেষে মানুষের হুড়োহুড়িতে দুটি নৌকাডু্বির ঘটনা ঘটে। এ সময় পানিতে ডুবে শিশু দুটি নিখোঁজ হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চার সদস্যের একটি ডুবুরিদল সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে তাদের কোনো হদিস পাওয়া যায়নি। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

নূর মোহাম্মদ/এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।