নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের আটদিন পরই শিউলি আক্তার নামে নববধূকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা মামলায় স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত শামীম উপজেলার পাঁচাইখা এলাকার মনির হোসেনের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল জাগো নিউজকে বলেন, আদালত আসামির বয়স বিবেচনা করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন।
তবে রায় প্রসঙ্গে মামলার বাদী ও নিহতের মা আমেনা বেগম জাগো নিউজকে বলেন, বিয়ের এক সপ্তাহের মধ্যেই মেয়েকে জবাই করে হত্যা করে। কি কারণে হত্যা করলো আমরা আজও জানি না। যদি আমার মেয়ের কোনো সমস্যা থাকতো সেটা বলতে পারতো। রায় নিয়ে আমাদের কোনো আপত্তি নেই।
আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, বিয়ের পর হাতের মেহেদীর রং না শুকাতেই ২০১৮ সালের ৩১ আগস্ট পারিবারিক কলহের জেরে রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের পাঁচাইখা এলাকায় এই হত্যাকাণ্ড হয়।
মোবাশ্বির শ্রাবণ/এএইচ/এমএস